কামালবাজারস্থ মুন্সিরগাঁও গ্রামের অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার অভিষেক গত ১৯ মে সন্ধ্যায় ভটরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে ও সদস্য আল আমিনের পরিচালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা লোকমান আহমদ। প্রধান আলোচক ছিলেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপার জামে মসজিদের ইমাম মাওলানা উস্তার আলী ও মুরব্বি আবদুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিটন, সহসভাপতি সুনু মিয়া, আবদুল জব্বার হিরণ, সুরমান আলী, রাকিব আলী, রাসেল আহমদ ও শরিফ হোসেন বুলবুল প্রমুখ।
পরে শপথ বাক্য পাঠ করার অনুষ্টানের প্রধান অতিথি।

