কোরআন চর্চা অব্যাহত রাখতে হবে। শুধু প্রশিক্ষণ নিলে হতে বা প্রতিদিন কুরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে কোরআন আপনাকে পরিবর্তন করবে।
গতকাল ১৯ মে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাপ্তাহিক দারুল কেরাতের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলাপরিষদ সদস্য সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মতিউর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি তরুণ সমাজকর্মী আবদুল ওয়াহিদের সভাপতিতে ও কারী আলআমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা লোকমান আহমদ, বিশিষ্ট মুরব্বি আবদুল করিম, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, দিঘিরপার জামে মসজিদের ইমাম মাওলানা উস্তার আলী, প্রধান কারী আনছার আলী, ফারুক আহমদ, মাওলানা কারী রজব আলী
সমাপনী অনুষ্ঠানের শুরুতে কারী জাহিদ হাসান কোরআন তেলাওয়াত করেন। নাতে রাসুল পরিবেশন করেন জাহেদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র শাখার নাজিম হাফিজ কারী আবদুর রহিম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বি আবদুল হক, মুরব্বি ইনতাজ আলী, নুরুল ইসলাম।
পরে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।