দাউদপুর প্রবাসী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

01দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ বলেছেন, প্রবাসীরা নিজেদের সুখ এবং বিলাসীতাকে ছেড়ে দিয়ে গরীব ও দুস্থদের সাহায্যে এগিয়ে আসেন তা অত্যন্ত প্রশংসার দাবীদার। নিজেদের কষ্টে অর্জিত সম্পদকে সমাজের কল্যাণে ব্যয় করে তারা সমাজেরই কল্যাণ সাধন করেছেন। সমাজের অসহায় ও গরীব মানুষদের অবস্থার পরিবর্তনে বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।
দাউদপুর প্রবাসী ট্রাস্ট-এর উদ্যোগে পবিত্র মাহে রামাযান উপলক্ষে সমাজের গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাউদপুর প্রবাসী ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক লন্ডন প্রবাসী বদরুজ্জামান কাবুলের সভাপতিত্বে গতকাল বুধবার দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসা মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাস্টের সদস্য হুমায়ুন কবির রুবেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা রিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক সবুর আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, লন্ডন প্রবাসী আজির উদ্দিন, মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদ হোসেন, আতাউর রহমান আতা, আব্দুল গণি, সুরুজ আলী মেম্বার, বাবরুল ইসলাম বাবুল, শামসুল ইসলাম মসুদ, ফাহাদ আহমদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য অয়েস আহমদ, সবুজ আহমদ, জাহাঙ্গীর আলম, আলী আহমদ, হেকিম হোসেন, কিনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় দুইশত গরীব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Developed by: