গবেষক মোহাম্মদ নওয়াব আলীর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত

02মাজেদুর রহমান শিপন : সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার জনাব শাহেদ মোস্তফার আমন্ত্রণে ৩১ জুলাই সকালে তাঁর অফিসে দক্ষিণ সুরমার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের প্রণেতা, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মোহাম্মদ নওয়াব আলী প্রণীত দক্ষিণ সুরমার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থটি পড়ে তিনি বইটির প্রশংসা করেন। জনাব শাহেদ মোস্তফা দক্ষিণ সুরমার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষার প্রসার, সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথা জানান এবং দক্ষিণ সুরমার সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
জনাব শাহেদ মোস্তফা দক্ষিণ সুরমার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের প্রণেতা মোহাম্মদ নওয়াব আলীকে স্মারক উপহার প্রদান করেন। মোহাম্মদ নওয়াব আলীও তার রচিত গ্রন্থগুলো উপজেলার নির্বাহী অফিসারকে প্রদান করেন। বিজ্ঞপ্তি

Developed by: