লন্ডন থেকে এ কে এম আব্দুল্লাহ : কবিতাস্বজনের আয়োজনে, গত ১৪ আগষ্ট ২০১৭, লন্ডনে অনুষ্ঠিত হলো কবি ফকির ইলিয়াস ও কবি ফারহানা ইলিয়াস তুলির সাথে এক প্রাণবন্ত আলোচনা ও কবিতা আড্ডা। গ্রীষ্মের ছুটি এবং প্রবাসের শত ব্যাস্ততা উপেক্ষা করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে উপস্থিত হন কবি, লেখক, সাংবাদিক সহ কবিতা প্রেমী। কবিতা আড্ডা পুর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে- কবিতা স্বজনের পক্ষ থেকে সভাপতিত্ব করেন কবি আতাউর রহমান মিলাদ। কবিযুগলকে ফুল দিয়ে বরণ করেন কবিতা স্বজনের পক্ষে কবি মুহাম্মদ মুহিদ ও ফাহমিদা ইয়াসমিন। অনুষ্ঠান শেষে কবিতাস্বজনের পক্ষ থেকে কবিযুগলকে প্রীতি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
শুভেচ্ছা জানান স্বজনের পক্ষে এম মোসাইদ খান, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ মুহিদ, ফাহমিদা ইয়াসমিন, শামিম আহমদ, এ কে এম আব্দুল্লাহ।
অংশগ্রহণ করেন কবি আবু মকসুদ, হামিদ মুহাম্মদ, ফারুক আহমেদ রণি, কাজল রশীদ, ইকবাল হোসেন বুলবুল, গোলাম কবির, মজিবুল হক মণি, রেজুয়ান মারুফ, ময়নুর রহমান বাবুল, আহমদ ময়েজ, মিল্টন রহমান, আনোয়ারুল ইসলাম অভি, শামিম শাহান, সৈয়দ রুম্মান, আশরাফ নেসওয়ার, সাহ সুহেল আমিন, উদয় শঙ্কর দুর্যয়, সাগর রহমান, আরাফাত তানিম, স্মৃতি আযাদ, ফারুক আহমদ, হেলাল সাইফ, মাহমুদুন নুর, নজরুল ইসলাম অকিব সহ অনেকে।
সাংবাদিক : ইসহাক কাজল, নজরুল ইসলাম বাসন, সুজাত মনসুর, বাবুল হোসেন, রহমত আলি, কাইয়ুম আবদুল্লাহ সহ আরো অনেকে।