কবিতাস্বজন ইউকের আয়জনে নিয়মিত সাহিত্য আড্ডায় আজ ৩১ জুলাই বিকালে ইস্ট লন্ডনের কেননস্ট্রীটস্থ একটি হলে – ধুমায়িত চা আর গ্রীলায়িত স্বাদের ভাঁজে, পংক্তায়িত করতে আড্ডায়িত সময়; বিলেতের বিভিন্ন এলাকা থেকে কবি সাহিত্যিক উপস্থিত হন।প্রবাসের শত ব্যস্ততা আর গ্রিষ্মের ছুটি উপেক্ষা করে ; স্বরচিত কবিতাপাঠ,গান আর আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত অনেকের মধ্যে অংশনেন- কবি হামিদ মোহাম্মদ, কবি গোলাম কবির,কবি আবু মকসুদ, কবি দিলু নাসের, কবি মাজেদ বিশ্বাস, কবি আহমদ ময়েজ, কবি ময়নুর রহমান বাবুল, কবি ইকবাল হোসেন বুল বুল, কবি আহমেদ হোসেন বাবলু, কবি এম মোসাইদ খান, কবি মোহাম্মদ ইকবাল, কবি শাহ সোহেল আমিন, কবি মোহাম্মদ মুহিদ, কবি এ কে এম আব্দুল্লাহসহ আরও অনেকে।