১৫ই আগস্ট মহান জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পুলিশের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা পুলিশের পক্ষে জনাব মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার, সিলেট। পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) জনাব ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়ার তত্ত্বাবধানে জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে পুলিশ সদস্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পুলিশ লাইন্স জামে মসজিদে বিশেষ দোয়া ও মাহফিল এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জ ও সভাপতি হিসেবে জনাব মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার, সিলেট। সিলেট জেলা পুলিশের ২১ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের জেলা পর্যায়ে এবারই প্রথমবারের মত সিলেট জেলা পুলিশের মিডিয়া উইং এর আয়োজনে বঙ্গবন্ধুর জীবনীর উপর এ ধরনের বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত ২০ মিনিটের প্রামাণ্যচিত্র উপস্থিত সকল পুলিশ সদস্য উপভোগ করেন।