লন্ডন: যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভূত বর্তমান প্রজন্মকে নিয়ে ব্যাপক আশাবাদী নিউ ইয়র্ক প্রবাসী কবি ও বিশিষ্ট সাংবাদিক ফকির ইলিয়াস। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে বহির্বিশ্বের প্রাচীনতম বাংলা সাপ্তাহিক জনমত কার্যালয়ে তাঁকে ঘীরে অনুষ্ঠিত এক আড্ডায় এই আশাবাদের কথা জানান তিনি।
অনানুষ্ঠানিক এই আড্ডায় ফকির ইলিয়াসের স্ত্রী কবি ফারহানা ইলিয়াস তুলি ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি জনমত’র প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি, জনমত সম্পাদক নবাব উদ্দিন, প্রবীন সাংবাদিক ইসহাক কাজল, শাহাব উদ্দিন বেলাল, সত্যবাণীর এডিটর-ইন-চিফ সৈয়দ আনাস পাশা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আবু সালেহ মোহাম্মদ মাসুম, কমিউনিকেশন সেক্রেটারী আব্দুল কাইয়ুম, জনমত’র বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, গোলাম রহমান কিনু, কবি আনোয়ারুল ইসলাম অভি, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ ও সাবেক কাউন্সিলার আব্দাল উল্লা প্রমূখ।
চা চক্রের ফাঁকে ফাঁকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশী অভিবাসী কমিউনিটির সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফকির ইলিয়াস। বাংলাদেশের রাজনীতির সাথে অভিবাসী বিরাট একটি অংশের সম্পর্ক অনেকটা অবিচ্ছেদ্য এমনটি মন্তব্য করে দীর্ঘ কয়েক দশক যাবত নিউ ইয়র্ক প্রবাসী এই সাংবাদিক বলেন, ‘আমাদের প্রজন্মের অবস্থান যাই হোক, বর্তমান প্রজন্ম মূলধারায় নিজেদের সম্মানজনক অবস্থান করে নিচ্ছে’। তিনি বলেন, ‘অভিবাসী কমিউনিটির দেশ আমেরিকাকে বলা হয় ”ল্যান্ড অফ অপরচুনিটি”। উচ্চ শিক্ষায় এই অপরচুনিটির সুযোগ নিচ্ছে আমাদের সন্তানরা, এটি আমি বলতে পারি’।
বাংলাদেশের গৌরবজনক ইতিহাস, বিশেষ করে ৫২, ৬৯, ৭১-এর বিষয়গুলো প্রবাসী নতুন প্রজন্মের গবেষণা বা অনুসন্ধানে যেন থাকে, এটি তিনিসহ তাঁর প্রজন্মের অনেকের চাওয়া, এমন মন্তব্য করে ফকির ইলিয়াস আক্ষেপ করে বলেন, ‘শিকড়ভূমি সম্পর্কে প্রবাসী প্রজন্মের মনোভাব যাইহোক, দেশের ভেতরের বর্তমান প্রজন্ম আমাদের এই গৌরবজনক অর্জনগুলো কতটুকু ধারণ করে এটিই এখন প্রশ্ন’।
তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়ার এই রমরমা ডিজিটাল যুগে ‘টেইক কেয়ার অফ ইয়রসেল্ফ’ মনোভাব যদি তরুণ প্রজন্মের মধ্যে একবার ঢুকে যায় তাহলে আমাদের পূর্বপ্রজন্মের গৌরবগাঁথা প্রজন্মান্তরে পৌঁছানো কঠিন’।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্মের সফলতার খবরে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ মূলধরায় এখানে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভূত প্রজন্মের সাফল্যের কথাও জানান ফকির ইলিয়াসকে। তিনি বলেন, আমাদের পূর্ব প্রজন্মের ত্যাগের ফসল আজকের আমাদের সমৃদ্ধ কমিউনিটি। ব্রিটিশ মূলধারায় এই কমিউনিটির সম্মানজনক অবস্থান এনে দিয়েছে আমাদের এই প্রজন্ম।