জাতীয় শোক দিবসে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যন্ত ভাব-গাম্বীর্যের মধ্য দিয়ে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পাতা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দিনের শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। অতঃপর সকাল ১০.৪৫ মিনিটের সময় সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক কলেজের লেকচার গ্যালারীর সম্মুখে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.মো. তারেক আজাদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা.শাহ জামাল হোসেন, ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.প্রমোদ রঞ্জন সিংহ, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মো. বদরুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভীন আক্তার, হাসপাতালের উপ-পরিচালক (সি.সি) ডা. আরমান আহমদ শিপলু, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক (সি.সি) ডা. শফিকুল আলম তালুকদার, পেডিয়েট্রিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন সহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও সন্ধানী, জালালাবাদা রাগীব রাবেয়া মেডিকেল ইউনিট উপদেষ্টা ডা.আরিফুর রহামন, ডা. হাদিন, ডা. রাহাত, ডা. পলাশ, সাধারণ সম্পাদক এনামূল হক, সাংগঠনিক সম্পাদক রিফাত সহ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদাৎ বরণকৃত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, রক্তদান কর্মসূচীর মাধ্যমৈ বিভিন্ন রক্তগ্রুপের প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং বিনামূল্যে প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি