বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে এ দেশকে কল্পনা করা যায় না। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর মতো সাহসী নেতৃত্ব না থাকলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না । আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিমের সভাপতিত্বে গত ১৫ আগষ্ট মঙ্গলবার কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্ণিং বডির সদস্য ও সাবেক ইউ’পি চেয়াম্যান আ ফ ম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল জলিল বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, মাওলানা আতাউর রহমান, সহকারী শিক্ষিকা জেসমিন বেগম, কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, প্রভাষক বাদসা লিটন, প্রভাষক গৌছ উদ্দিন, প্রভাষক সালেহ আহমদ, শ্রীকান্ত বর্মণ, প্রভাষক এলিজা বেগম, আনোয়ার হোসেন, রিপন বর্মণ প্রমুখ।
বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান স্যার।