সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নিজেদেরকে গড়ে তুলার পাশাপাশি নতুন সংগ্রামে অবতীর্ণ হতে হবে। বঙ্গবন্ধুর মহানুভবতা এবং দেশপ্রেমের চেতনা লালন করে সবাইকে সামনে এগিয়ে যাওয়া দীপ্ত শপথ নিতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি) সিলেট জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকরামূল হক চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সিভিল সার্জন সিলেট অফিসের কনফারেন্স হলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিএইচসিপি এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুবুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি আবু কওসর, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, হেলাল আহমদ, সিএইচসিপি এসোসিযেশনের জেলা সমন্বয়ক সৈয়দ হাবিবুল হক, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, দপ্তর সম্পাদক রায়হানুর রহমান, মহিলা বিসয়ক সম্পাদক সাজমিন বেগম চৌধুরী, দেলোয়ার হোসেন, হান্নান সিদ্দিকী। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন হীরা এবং গীতা পাঠ করেন রতন চন্দ্র নাথ । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজন মিয়া, জসিম উদ্দিন, দিলু মিয়া, আজমল হোসেন, জামিল আহমদ, লোকমান আহমদ, আব্দুল আহাদ, ইসরাত জাহান, সুহেল আহমদ, ফয়সল আহমদ প্রমুখ। এছাড়া সভায় সিএইচসিপি এর বিভিন্ন উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।