জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী আর নেই। ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন। সোমবার দিবাগত রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী দৃষ্টি প্রতিবন্ধি হয়েও ১৯৯৫ সালে এম.সি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
রজব আলীর ঐকান্তিক প্রচেষ্টার তাঁর প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী কিশোর কিশোরীরা সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে এসেছে।
এদিকে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব রজব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী। এক শোক বার্তায় মেয়র বলেন, স্নাতক ডিগ্রী অর্জনকারী রজব আলী নীজে একজন দৃষ্টি প্রতিবন্ধি। তার জীবদ্দশায় তিনি অন্যন্য দৃষ্টি প্রতিবন্ধিদের দেশ ও সমাজের বোঝা না হয়ে দৃষ্টি প্রতিবন্ধিরাও যে দেশ ও সমাজের জন্য কিছু একটা করতে পারে সে লক্ষ্যে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেনে। এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। রজব আলীর মৃত্যু সিলেট সহ সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধিদের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও তার মৃত্যুতে সিলেটের সর্বস্তরের রাজনৈতিক এবং সামাজিক ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।