জয়বাংলা পরিষদের শোক দিবসের আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে

20597306_716589355194718_3067642027108564969_nজয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত নিয়মিত সাহিত্য আসর ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে। নতুবা আমাদের কলংঙ্ক মোচন হবে না।
৪ আগস্ট শুক্রবার সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে
জেলা শাখার সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে আলোচনা ও লেখাপাঠ করেন, বিশিস্ট সাংবাদিক আল আজাদ, কবি হৃশিকেশ রায় শংকর, কবি সাইদুর রহমান সাঈদ, ছড়াশিল্পী তারেশ কান্তি তালুকদার, ছড়াশিল্পী অজিত রায় ভজন, কবি আনোয়ার হোসেন মিসবাহ, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, কবি কামাল আহমদ, কবি সুমন বণিক, কবি ধ্রুব গৌতম, কবি মোঃ আব্দুস সামাদ, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি এম এ লাহিন, ছড়াশিল্পী জ্যোতিষ মজুমদার, কবি পৃথ্বীশ চক্রবর্তী, কবি জয়নাল আবেদিন বেগ, কবি মোঃ ফজলুল হক, গীতিকার ওবায়দুল মুন্সী, কবি এম আলী হোসাইন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, ছড়াশিল্পী বিজন চন্দ্র দাস বিজয়, ছড়াশিল্পী বদরুল ইসলাম সোহাগ, তাহসিন হোসাইন ইমাদ প্রমূখ।

Developed by: