দক্ষিণ বিশ্বনাথ মহিলা কলেজের সাফল্য অর্জন

19756847_1078692842260951_8121271319421414666_nনিজস্ব সংবাদদাতা :: দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ২৬জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। কলেজের ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী আনন্দিত।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ কাজী মোতাহার হোসেন শাহিন সন্তুষ্টজনক ফলাফলের জন্য মহান আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন, প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ ফলাফল অর্জন করায় আমরা খুশি। এজন্য তিনি বিধ্যালয়ের শিক্ষকা-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান বলেন, কলেজের এই সন্তুষ্টজনক ফলাফলের পিছনে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের অবদান রয়েছে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যান বলেন, সকলের সহযোগীতায় ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Developed by: