বর্তমান যুগে ইংরেজি জানার বিকল্প নেই। ইংরেজিতে কথা বলতে না পারার কারণে এদেশের লোকজনকে অন্যদেশে গিয়ে কম বেতনের চাকরি নিতে হয়। শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারার কারণে একই যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য দেশের লোকজন হয়ে যায় বস আর আমরা হই তার অধীনের কর্মী। এছাড়া প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি পড়ার পরও আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। এ সমস্যা উত্তরণের উপায় ইংরেজিতে কথা বলা। ইংরেজিতে কথা বলার একটি প্লাটফর্ম না থাকার কারণে আমরা ইংরেজিতে পারদর্শী হতে পারছিনা। এ উদ্দেশ্যকে সামনে রেখে দক্ষিণ সুরমা উপজেলায় একটি ‘English Language Club’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দক্ষিণ সুরমার যেকোন বয়সের এবং পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন। এটি হবে একটি কথা বলার ক্লাব। আপনার প্রয়োজন একটু আগ্রহ, সময় এবং উদ্যোগ। আগ্রহী ব্যক্তিগণ নিঃসংকোচে ইনবক্স করতে পারেন। Let’s Speak English Together.