পলাশ আফজালের উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন লেখকরা সময়কে ধারণ করেন কলমের মাধ্যমে আলহাজ শফিকুর রহমান চৌধুরী

a2a5বাসিয়া ডেস্ক : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, লেখকরা সময়কে ধারণ করেন কলমের মাধ্যমে। জঙ্গিবিরোধী উপন্যাস রমজান আলী তারই জীবন্ত উদাহরণ, এই উপন্যাসের মাধ্যমে পাঠকরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে উঠতে প্রেরণা পাবে। তিনি গত কাল ২১ আগস্ট বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ছড়াকার, সাংবাদিক ও উপন্যাসিক পলাশ আফজালের প্রথম উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাসিয়া প্রকাশনী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি সাইদুর রহমান সাঈদ, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী, গীতিকবি হরিপদ চন্দ, কবি আনোয়ার হোসেন মিছবাহ, কবি কামাল আহমদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, মহসিন আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে লেখক অনুভূতি ব্যক্ত করেন উপন্যাসিক পলাশ আফজাল।

Developed by: