বিশ^নাথ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং

011গত ৬ আগস্ট বিকালে সিলেট জেলার বিশ^নাথ থানা পুলিশের উদ্যোগে বিশ^নাথ থানা প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং” বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মনিরুজ্জামান, পুলিশ সুপার, সিলেট। সভায় সভাপতিত্ব করেন বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুদ্দোহা পিপিএম। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, ওসমানীনগর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার জনাব কবীর আহম্মেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিউনিটি পুলিশের স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ^নাথ আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ¦ পংকী খান, কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী ও ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমীর আলী, বিশ^নাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব সিরাজুল হক, আলহাজ¦ মফিজ আলী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব নেহারুন্নেসা, বিশ^নাথ প্রেস ক্লাবের সেক্রেটারী জনাব মোঃ সাজুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সভায় বিশ^নাথ উপজেলার সুধীজনসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় সিলেট জেলার পুলিশ সুপার জনাব মো: মনিরুজ্জামান থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়, জুয়া আসর বন্ধ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে উপস্থিত সবার মতামত গ্রহন করেন। থানা এলাকার নিরাপত্তায় ইউপি চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের থানা প্রতিনিধি এবং জনগনের সহযোগিতার ভূয়সী প্রসংশা করেন। মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও জুয়াবিরোধী অভিযান গতিশীল করার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। বিদেশীদের নিরাপত্তা এবং প্রয়োজনে প্রবাসীদের সেবায় প্রবাসী কল্যাণ সেল হতে সহায়তা গ্রহনের আহবান জানান। এলাকায় আগত সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য এবং ভাড়াটিয়াদের তথ্য নিয়মিত থানায় প্রদানের অনুরোধ করেন। রাত্রিকালীন চেকপোষ্ট এ গুরুত্ব দিতে অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশ^নাথ থানার অফিসার ইনচার্জকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন এবং উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের থানা প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

Developed by: