শ্রী কৃষ্ণের আবির্ভাব দুষ্টের দমন ও সৃষ্টির পালনে

93147 আজ ১৪আগষ্ঠ ২০১৭ খ্রিষ্টাব্দ।সনাতন ধর্মাবলম্বীরা আজ যাথাযথ ভাবে পালন করছে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমি।সনাতন ধর্মাবলম্বীরা মনে করে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার জন্যই শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল।

লোকবিশ্বাস ও শাস্ত্রীয় বিবরণ অনুসারে শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল ৩২২৮ খ্রিষ্টপূর্বাব্দের জুলাই মাসে।শ্রী কৃষ্ণের জন্মদিনটি কে বলা হয় জন্মাষ্টমী।লোকমতে প্রচলিত আছে শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল যাদব রাজধানী মথুরায়। তিনি বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। যারা ছিলেন রাজবংশীয়। দেবকীর ভাই কংস তার পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসন আরোহণ করে।

এক সময় দৈববাণীর মাধ্যমে রাজা কংস জানতে পারে তার বোন দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে তার মৃত্যু হবে। এই কথা শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্ধী করেন এবং তারপর একে একে তাদের ছয় পুত্রকে হত্যা করেন।সপ্তম সন্তান বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্হাপিত হয় রোহিণীদেবীর গর্ভে। এরপরই শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।

Developed by: