ফুলে ফলে সবুজ সমারোহে সুরভিত হউক মোদের পরিবেশ। এভাবেই গড়েউঠুক আমাদের প্রাণের বাংলাদেশ। প্রকৃতিকে বাঁচাতে “ সবুজ বাংলাদেশ , আমার বাংলাদেশ ” শ্লোগান হৃদয়ে লালন করে, বৃক্ষরোপ সপ্তাহ উপলক্ষে সিটি মডেল স্কুল এন্ড মহিলা কলেজ‘র যৌথ উদ্যোগে আজ সোমবার বেরা ১২টায় সময় আখালিয়া নোয়াস্থ সিটি মডেল স্কুল এন্ড মহিলা কলেজ‘র মাঠে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ১টি করে আম , কাঁঠাল , জাম , নিম , আকাশামনিসহ বিভিন্ন চারা সহ মোট ১হাজার ৫০০শত ফলদসহ বৃক্ষ চারা গাছ বিতরণ করা হয়।
সিটি মডেল স্কুল এন্ড মহিলা কলেজ‘র প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন‘র সভাপেিত্ব ভাইস প্রিন্সিপাল আশরাফুল ইসলাম চৌধুরী‘র পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী মো: ফয়জুল হক। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকরা হলেন, অঞ্জন রায় সঞ্জয়, আব্দুল কাদির, রুম্পা বর্মন, রিপন তালুকদার, রুহিত চন্দ্র সরকার, ওমর ফারুক আকন্দ, মো: সুজন মিয়া, মো: হাবিবুর রহমান,সুব্রত হাওলাদার, শেখ ফৌজিয়া আবিদা বৃষ্টি, শ্যামলী সরকার, লিংকন তালুকদার, ঝলক চন্দ্র সাদ, নিরানন্দ সূত্রধর, আনন্দ তালুকদার আশিষ, মারুফ আহমদ, রাজিব তালুকদার, রিপন কুমার চন্দ্রসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রী হাতে চারা গাছ তোলে দেওয়া হয়। এসম ছাত্র-ছাত্রীবৃন্দের মাঝে আনন্দঘন প্রাণের সঞ্চার করেছে । মহাবিদ্যালয়ের মাঠটি যেন একটি সবুজ বাগানে পরিণত হয়েছে প্রমুখ।