স্বপ্নে টুঙ্গীপাড়া :: মওদুদ আহমেদ আকাশ

000000গভীর রাত চারিদিকে নিকষ কালো অন্ধকার, ঘুমের ঘোরে দেখছি,
আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে।
ঘুম ভেঙ্গে যায় আমার।
মনে হচ্ছিলো,
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যেন এক টুকরো বাংলাদেশ।
যেখানে শুয়ে আছেন জাতির পিতা।
সমাধি প্রাঙ্গনে পা ফেলতেই বুকের ভিতর বোবাকান্না
আর অসম্ভব রকমের অভিমান অনুভুতি কাজ করছিলো।
কেন তিনি চলে গেলেন আর এখানে একা রয়ে গেলেন এই ভেবে।
পানি ছাড়া জীবনের যেমন কোন মানে নেই।
তেমনি বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা কঠিন।
সমাধিস্থল থেকে যখন ফিরছিলাম, তখন মনে হচ্ছিল
পিছন থেকে কেউ ডাকছিলেন।
ফিরে তাকালাম,
দেখলাম সমাধিস্থল।
মনে হচ্ছিল বঙ্গবন্ধু বলছেন,
“আমি শুয়ে আছি টুঙ্গীপাড়ায়।
কিন্ত আমার স্বপ্ন সারা বাংলাদেশ ছড়িয়ে।
আমিতো এখানে নেই,
আমি সারা বাংলার বুকে।
যাও, বিনির্মাণ করো আমার স্বপ্ন
যাকে করেছি আমি যতœ।
তোমাদের হাতেই আমার এই দেশ
তোমরাই বাংলাদেশ।
আমি ছিলাম, আমি থাকব এই বাংলার প্রান্তরে
এই বাংলাদেশকে রেখো খুব যতœ করে”।

(লেখক : সিলেট জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক)

Developed by: