সিলেট নগরীর দি এইডেড হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি। তিনি শিক্ষার মান উন্নয়নে যে বিশাল ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছিয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে এইডেড হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মো. সমশের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুলের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. মিসবাহ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি আলী আহমদ। সভা পরিচালনা করেন শিক্ষক স্বপন চক্রবর্তী।
শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি পুরকায়স্থ, দীপাল কুমার সিংহ, মো. ফয়ছল আহমদ, শেখ আবদুল মুকিত, শিশির চন্দ্র হালদার, তরিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দি এইডেড হাই স্কুল জামে মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক মাওলানা আলাউদ্দিন আহমদ।
এছাড়া বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর ছাত্র রিফাত আহমদ, অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন। বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তিতে অংশ নেন আরিফুর রহমান।