গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়াধীন ঢাকার শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার (আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর অন্তর্ভূক্ত) কর্তৃক দেশের কপিরাইট আইনের লিগ্যাল ডিপোজিট ক্ষমতাবলে ২০১৬ ও ২০১৭ সালে প্রকাশিত পুস্তক, পত্রপত্রিকা ও সাময়িকী দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহের অংশ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট জেলা ভ্রমণ করে নতুন প্রকাশনা সংগ্রহের উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংগ্রহদলকে নতুন প্রকাশনা সংগ্রহপূর্বক সার্বিক সহযোগিতা দানের জন্য প্রকাশনাসংস্থার স্বত্বাধিকারী/প্রকাশক/ লেখক/ গবেষক/ গ্রন্থপ্রেমিক/ গ্রন্থাগারিক শুভানুধ্যায়ীসহ সকলকে সংরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭১৪৫৬৮১৫১ এই মোবাইল নম্বারে।