যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মাতা মনোয়ারা খানম আর নেই (ইন্না রাজিউন)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ শুক্রবার বাদ আছর মরহুমার নামাযে জানাযা দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও শাহী ঈদগাহ মাটে অনুষ্ঠিত হবে। জানাযার নামাযে সবার উপস্থিতি কামনা করেছেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ।
আওয়ামী লীগে নেতা হাবিবুর রহমান হাবিবের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাসিক বাসিয়া পত্রিকা ও বাসিয়া ২৪ডটকমের সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেছেন।