দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

a2দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার ভূমি খালেদা খাতুন রেখা, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মৃনাল কান্তি, মেডিকেল অফিসার ডা. মোস্তফা খালিদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, মৎস্য কর্মকর্তা হিরন মিয়া, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক।
সভায় বক্তারা রোহিঙ্গা শরনার্থীরা যাতে ক্যাম্প থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা ছড়িয়ে ছিটিয়ে না থাকতে পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক বিল অতিরিক্ত হারে বিল প্রদানের বিষয়, গরু চুরি, যানজট, পরিবেশ দুষণ, হাটবাজারে ইজারাদারদের দৌরাত্ম নিয়ন্ত্রণ করা, মাদক বেচাকেনা রোধ, ভারতীয় শীলং তীর খেলা বন্ধ করা সহ বিভিন্ন গুরুত্ব বিষয় আলোচনায় স্থান পায়। বিজ্ঞপ্তি

Developed by: