দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

22546693_1967521493468185_1684773743_o১৩ অক্টোবর বিকেলে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও কবি সুব্রত দাশের পরিচালনায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন ছড়াকার ও সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, গীতিকবি হরিপদ চন্দ, কবি শাহ ফারজানা আহমেদ, কবি শাখেলী বেগম, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি এম আলী হোসাইন, গীতিকার মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

Developed by: