বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ কামাল বাজার ইউপি শাখার সভাপতির ইন্তেকাল বাদ মাগরিব জানাজা

A Satarবাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ ১০নং কামাল বাজার ইউপি শাখার সভাপতি, গুপ্তরগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি গুপ্তরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সাত্তার আজ দুপুর ১১.৪৫ মিঃ সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ বাদ মাগরিব গুপ্তরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্যগুন গ্রাহী রেখে মারা গেছেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি আবদুস সাত্তার দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসা শাখার সাবেক সভাপতি, গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতির ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল বাছিত তার আত্মার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

বাসিয়া পরিবারের শোক
গুপ্তরগাঁও গ্রামের বিশিষ্ট মুরবিব্ব বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কামাল বাজার শাখার সভাপতি হাজী আবদুস সাত্তারের মৃত্যুতে মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Developed by: