লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্টের কমিটি গঠন

pic lalabazar tarst

গত ৩০শে অক্টোবর লন্ডনের একটি রেষ্টুরেন্টে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্টের আহব্বায়ক কমিটির আহব্বানে এক আলোচনা সভা ও টাস্টের কমিটি গঠন করা হয়। দুই পর্বের আলোচনা সভার প্রথম পর্বে টাস্টের যুগ্ন আহব্বায়ক মকসুদ রহমান এর পরিচালনায় ও আহব্বায়ক আব্দুল মুক্তার
সাইস্তার সভাপতিত্বে আহব্বায়ক কমিটির সম্পাদিত সকল কার্যক্রম তুলে ধরেন আহব্বায়ক আব্দুল মুক্তার সাইস্তা ও যুগ্ন আহব্বায়ক মকসুদ রহমান। আহব্বায়ক কমিটির অনান্য সদস্যসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আব্দুল হক আবু, কাউন্সিল খালেছ উদ্দীন, আসিক মিয়া, সাইস্তা মিয়া, আলী আহসান খান দিপু, তাকবীর হোসেন দুলাল, রফিক উদ্দীন, এম মোসাইদ খান, সাদেক আলী, বদরুল হক শাহিন,শহিদুল ইসলাম প্রমুখ। ২য় পর্বের কাউন্সিলর খালেছ উদ্দীন এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর গৌছ চৌধুরী । উপস্থি’ত সবার সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট টাস্টের কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন,
সভাপতি: আব্দুল মুক্তার সাইস্তা,
সহসভাপতি: মিরাজ নানু মিয়া (নানু)
সহসভাপতি: মোঃ নাছির উদ্দীন
সাধারন সম্পাদক: মকসুদ রহমান
সহসধারন সম্পাদক: শহিদুল ইসলাম,
সহসধারন সম্পাদক: তাকবীর হোসেন দুলাল,
কোষাধক্ষ্য: রফিক উদ্দীন
সহকোষাধক্ষ্য: সাদেক আলী
সাহিত্য ও সাংঙ্কৃতি সম্পাদক: এম মোসাইদ খান
সাংগঠনিক সম্পাদক: মোঃ লাল মিয়া,
ক্রিড়া সম্পাদক: অপু আলী
নির্বাহী সদস্য বদরুল হক শাহিন ও মামুন রহমার প্রমুখ।
গঠনতন্ত ও টাস্টের কার্যক্রমে অনুপ্রানিত হয়ে উপস্থিত সভায় ৪০জন সদস্য টাস্টের সদস্যপদ গ্রহন করেন। এবং লালাবাজার এর অর্ন্তগত জামেয়া ইসলামিয়া খাজা খালূ মাদ্রাসার নতুন মসজিদ নির্মান এর জন্য ১০লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত ব্যাক্তিবর্গ। সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা ।
উল্লেখ্য; লালাবাজার ই্উনিয়ন উন্নয় সংস্থা দীর্ঘ দেড় যুক ধরে লালাবাজার ইউনিয়নের শিক্ষার উন্নয়ন, স্কুল, মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আর্থিক অনুদান ও বিভিন্ন প্র্কৃতিক দুর্যোগে অনুদান ও এলাকার সামাজিক উন্নয়নে ভুমিকা রেখে আসছিল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ও স্থায়ী তহবিল গঠনের লক্ষ্য
লালাবাজার ইউনিয়ন সংস্থাকে লালাবাজার ইউনিয়নউন্নয়ন টাস্টে রুপান্তরিত করায় হয়।

Developed by: