জিসিএসই বিভাগের শিক্ষাগত ফলাফল এবং অন্যান্য অর্জন এর জন্য ব্রিটিশ শিক্ষা পুরস্কার 2018 জন্য ইশতিয়াক আল জামিল মনোনিত করা হয়েছে।
ইতিমধ্যে ব্রিটিশ শিক্ষা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
ব্রিটিশ শিক্ষা পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী বুধবার 31 শে জানুয়ারী, 2018 বিকাল 6 টায়
হিল্টন ম্যানচেস্টার ডেসগেটে (বিথাম টাওয়ার), 303 ড্যানগেগেটে,
ম্যানচেস্টার, এম 3 4 এল.কিউ,
অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য; ইশতিয়াক জামিল ২০১৭ জিসিএসই পরীক্ষায় রাগবী শহরের
স্বনামখ্যাত Lawrence sheriff school. থেকে
১২টি বিষয়ের মধ্যে 10A*s এবং 2As লাভ করেছে ।
উক্ত হাইস্কুলের এবারের জিসিএসই
পরীক্ষার্থীদের মধ্যে টপ-১০ ফলাফল প্রাপ্তদের একজন হয়েছে সে।
তার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের লালার গাও গ্রামের আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুল এর প্রতিষ্ঠাতা পরিচাক জনাব আসিক মিয়া।