নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল মৌলভীবাজারে

NLBমৌলভীবাজারে ২০১৭/২০১৮ সালে প্রথম প্রকাশিত মৌলিক ও সৃজনশীল প্রকাশনা (বই,পত্র-পত্রিকা, সাময়িকী,ম্যাপ,দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ইত্যাদি) কপিরাইট আইনের আওতায় সংগ্রহের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরর্ভুক্ত শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের বিবলিওগ্রাফার ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মুসলিম উদ্দিন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২৫ এপ্রিল মৌলভীবাজার জেলায় পৗঁছেছেন । আগামী ২৯ এপ্রিল ২০১৮ পর্যন্ত মৌলভীবাজার জেলা সদর অবস্থানপূর্বক কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় তারা কপিরাইট আইনে প্রকাশনা জমাদান, আইএসবিএন সেবাসহ জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করবেন। ২৬ এপ্রিল ২০১৮ প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী, প্রকাশক, লেখক, গবেষক, সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক, কর্মকর্তা, গ্রন্থপ্রেমিক, পেশাজীবী, গ্রন্থাগারিক, শুভানুধ্যায়ীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, সারাদেশ থেকে নতুন প্রকাশনা সংগ্রহ করা, সংগৃহীত তথ্যসামগ্রীর সমন্বয়ে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশ এবং এগুলো গবেষণা/রেফারেন্স এর জন্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো জাতীয় গ্রন্থাগার। উক্ত সরকারি প্রতিনিধিদলকে নতুন প্রকাশনা সংগ্রহে সার্বিক সহযোগিতাদানের জন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী, প্রকাশক, লেখক, গবেষক, সাংবাদিক, কলামিস্ট, কর্মকর্তা, গ্রন্থপ্রেমিক, পেশাজীবী, গ্রন্থাগারিক, শুভানুধ্যায়ীসহ সকলকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুরোধ জানানো যাচ্ছে । জরুরি যোগাযোগ : ০১৭৫৪৪৭৮৬৭১/০১৮২৭৬২৬৫৬৪।

Developed by: