দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে গত ১১ মে শুক্রবার বিকালে মাদ্রাসার হলরুমে সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
দারুল কেরাত গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি আবদুল ওয়াহিদের সভাপতিত্বে ও অত্র শাখার নাজিম ক্বারী আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গবেষক মোহাম্মদ নওয়াব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র শাখার সাবেক নাজিম প্রবাসী আনোয়ার হোসেন ফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রজব আলী, ক্বারী উস্তার আলী, বিশিষ্ট মুরব্বি আবদুস সুবহান, মুরব্বি হাজী ইলাছ মিয়া, তরুণ সমাজসেবী আজাদ মিয়া, কারী আনছার আলী, ক্বারী আবদুল আজিজ, ক্বারী রাকিব আলী, ক্বারী ফখরুল ইসলাম, ক্বারী আজাদুর রহমান।
শুরুত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শরীফ উদ্দিন। নাতে রাসুল পেশ করেন কারী আবদুস ছবুর।
পরে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।