সিলেট পৌরবিপনী কেন্দ্রের সভাপতি ও কিংশুক মুদ্রায়নের পরিচালক, সত্তর দশকের সিলেটের বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক খলিলুর রহমান কাসেমী অার নেই।
আজ রোববার ভোর ৪টার দিকে নগরীর উপশহরস্হ বাস ভবনে ইন্তকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি….রাজিউন)
আজ বাদ আসর উপশহর আই ব্লক এর মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
খলিলুর রহমান কাসেমী ক্যান্সার, ইউরিন ব্লাডার ও কিডনীর সমস্যায় ভুগছিলেন।
সত্তর -আশির দশকে কে. আর. কাসেমী সিলেটের সাড়া জাগানো সাহিত্য ম্যাগাজিন সমীকরন, দৈনিক জনধারার প্রধান সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি সিলেটের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠাসহ সাহিত্য, সাংবাদিকতা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সিলেটের সাংবাদিক ও সাহিত্যিক মহলে কে আর কাসেমী একটি সুপরিচিত নাম। তিনি সিলেট মিউনিসিপিাল মার্কেটে অবস্থিত কিংশুক মুদ্রায়নের স্বত্বাধিকারী।