ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা ১৬ নভেম্বর

Badrulশক্তিমান ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের স্মরণে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ ও মাসিক বাসিয়া পত্রিকার যৌথ উদ্যোগে আগামীকাল ১৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
সভায় বদরুল আলম খানের শুভাকাঙ্খিসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Developed by: