ঈদে মিলাদুন্নবী পালন মহানবীকে ভালোবাসার নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেই রোজার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করতেন। আমরাও যদি মুহাম্মদ (সা.) এর মহব্বতে ঈদে মিলাদুন্নবী পালন করি তবে দুনিয়া ও আখেরাতে উপকৃত হবো। পবিত্র কোরআনে আলাহ পাক বলেছেন, হে রাসুল আপনি বলুন আলাহর দয়া ও রহমত প্রাপ্তীতে তোমাদের উচিত খুশি প্রকাশ করা। আর এটিই তোমাদের সমস্ত সঞ্চিত অর্জনের চেয়ে উত্তম।
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বৃহত্তর লামাপাড়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ২১ নভেম্বর বুধবার সকাল ১০ টায় লামাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা মুবারক র্যালী অনুষ্ঠিত হয়।
মাওলানা যুবায়ের আহমদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন র্যালী বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবদুল মছব্বির। প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলেমে দ্বীন মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন মাওলানা মর্তুজ আলী আমানতপুরী। বিশিষ্ট সমাজসেবী প্রবাসী মো. মখলিছুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মো. মনির মিয়া, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান, হাজী সমুজ আলী, আল ইসলাহ নেতা মোসাইদ আলী, মাওলানা কামরুল ইসলাম নাসিমুল, ইউপি মেম্বার মো. আলা উদ্দিন, মাওলানা নুরুল হুদা শামীম, এমসি কলেজ তালামিয শাখার সাবেক সভাপতি মো. সফি উদ্দিন, বর্তমান সভাপতি হাফিজ আবদুল লতিফ, তালামিযে ইসলামিয়া দক্ষিণ সুরমা শাখার সভাপতি আলা উদ্দিন পাশা ও সহসাধারণ সম্পাদক ইবাদুর রহমান।
ফাইজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন র্যালী বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন ও হাফিজ শিহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আবদুল সালাম কাছা মিয়া, হাফিজ মাওলানা আহমদ আলী, হাফিজ মাহমদ আলী, কারী নাজমুল ইসলাম, মাওলানা আলতাবুর রহমান।
অনুষ্ঠানে নাতে রাসুল পেশ করেন আল মনোয়ার শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।
বাদ জোহর মসজিদ প্রাঙ্গন থেকে সাহেব জাদা মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলীর নেতৃত্বে এক বিশাল ঈদে মিলাদুন্নবীর মুবারব র্যালী বের করা হয়। র্যালীটি এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ শেষে লামা পাড়া ঈদগায় এসে শেষ হয়। র্যালী শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম কাড়ারপাড়ী। পরে শিন্নী বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।