মাসিক বাসিয়া পত্রিকার উদ্যোগে মহান বিজয় দিবস পালন লেখনীর মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পুরণে কলমসৈনিকদের কাজ করতে হবে

48355861_264390597534535_5627290258870632448_nমাসিক বাসিয়া পত্রিকার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসম্বের রবিবার বাসিয়া প্রকাশনী কার্যালয়ে এক আলোচনা সভা ও স্বরচিত লেখাপাঠের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ও লেখাপাঠের আসরে বক্তারা বলেন, আমাদের পূর্বসূরীগণ রঙের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার সেই সুমহান দায়িত্ব আজ আমাদের কাঁধে। এই দায়িত্ব যথাযথা ভাবে পালন করতে না পারলে নতুন প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তাই লেখনীর মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন পুরণে কলমসৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য রোটারিয়ান মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান।
মো. নাহিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা ও লেখাপাঠে অংশ নেন কবি কানিজ আমেনা, কবি ও গল্পকার সুব্রত দাশ, ডিজাইনার মতিন শেখ, কবি আবু জাফর মো: তারেক, অ্যাডভোকেট মিজানুল হক, গল্পকার শাহ্ ফারজানা আহমেদ, কবি মোহাম্মদ ফয়জুল হক, মকসুদ আহমদ বাসিত, মারুফ আহমদ ও বিজয় দাস সুমন প্রমুখ।

Developed by: