চারখাই বাজার কেন্দ্রিয় জামে মসজিদ (বায়তুল মুহতরম) পূননির্মাণ কল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত

48208255_2023982551026930_5072216953347637248_nচারখাই বাজার কেন্দ্রিয় জামে মসজিদ (বায়তুল মুহতরম)পূননির্মাণ কল্পে বাজার মসজিদে জনাব মাহমদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে এবং আসফাকুল ইসলাম পারুলের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়,  বর্তমান কমিটি বহাল রেখে নতুন সদস্য সংযোগ করে কমিটির পরিসর বাড়ানো। প্রত্যেক গ্রামের প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ ও যোগাযোগ। বর্তমান কোষাধ্যক্ষ আসফাকুল ইসলাম পারুল আমেরিকা চলে যাওয়ার পর কোষাধ্যক্ষের পদে সেরুজ্জামান জেবুল মিয়াকে নিয়োগ
সভা শেষে মসজিদের ঈমাম সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Developed by: