স্বাধীনতা দিবসে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

143770মহান স্বাধীনতা দিবসের ৪৯তম বার্ষিকী আজ। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে গর্বিত জাতি আজ ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্বা বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এর ‍শিক্ষার্থীরা শহীদ বেদিতে পুস্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রত্বা নিবেদন করে।

Developed by: