গুপ্তরগাঁও প্রিমিয়ার লীগ ফাইনাল সম্পন্ন

53738121_842345672764548_2686696962148794368_nদক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ গুপ্তরগাঁও প্রিমিয়ার লীগ ২০১৯ এর ফাইনাল খেলা ১৩ মার্চ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টিম কিংস নাইন ও টিম টাইটান্স অংশ নেয়। খেলায় টিম কিংস নাইন বিজয় হয়। খেলায় ম্যান অব দা ম্যাচের গৌরব অর্জন করেন খালেদ এবং ম্যান অব দা সিরিজের গৌরব অর্জন করেন শরিফ হাসান।
পরে বিজয়ী ও রানাসার্পদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Developed by: