ঢাকার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিলেটের জয়নুল বারী

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিলেটের মোহাম্মদ জয়নুল বারী। ২৬ মে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে রংপুরের বিভাগীয় কমিশনার থেকে তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়।
তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের কৃতী সন্তান। ১৯৬২ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর জয়নুল বারী জন্মগ্রহণ করেন। তাঁর গর্বিত পিতা রফিকুল বারী ও মাতা আনোয়ারা বেগম।
জয়নুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে বি.এ অনার্স ও এম. এ ডিগ্রি অর্জন করে ১৯৯১ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারিতে সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। উপপরিচালক হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-২)- এ দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজারের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন এবং রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Developed by: