না ফেরার দেশে ছড়াকার সাংবাদিক তাজুল ইসলাম বাঙালী

001-42প্রবীণ সাংবাদিক ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালী আর নেই। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মা, ছোট ভাই, স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা বরইকান্দি ১০নং রোড নিবাসী মৃত আব্দুল ওয়াহাব।
গতকাল শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমার বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন বরইকান্দি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রশীদ উদ্দিন।
তাজুল ইসলাম বাঙালী ছিলেন খেলাঘর আসর সিলেট জেলা কমিটির সভাপতি, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উপদেষ্ঠা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক মহাসচিব, বর্তমান সদস্য, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের সাবেক সদস্য, সিলেট আবাহনী ক্রীড়া চক্র, মোহন বাগান স্পোটিং ক্লাব এর প্রতিষ্ঠাকালীন সদস্য,সিলেট পোয়েটস ক্লাবের সভাপতি ও দক্ষিণ সুরমা আনন্দ খেলাঘর আসরের সভাপতি, দৈনিক সিলেটের ডাক এর সাবেক বিশেষ প্রতিনিধি, সংবাদ সংস্থা বিএনএস এর সিলেট ব্যুরো প্রধান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য। এছাড়া, ক্রীড়া ও শিশু সংগঠক হিসাবেও তার খ্যাতি ছিল।
তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ ড.কবির চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, বাংলাদেশ বেতার সিলেটের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো.মকন মিয়া, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী, শহীদ সুলেমান বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আফজল আহমদ আফতাব প্রমুখ।
এর আগে গতকাল শুক্রবার দুপুর ১২টায় প্রবীণ সাংবাদিক ও সংগঠক তাজুল ইসলাম বাঙালীর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাহিত্য ও সাংস্কৃতিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে প্রথমেই তাঁর মরদেহ খেলাঘরের পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। তার কফিনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন শিশু-কিশোর সংগঠন, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, প্রবীণ সাংবাদিক ও সংগঠক তাজুল ইসলাম বাঙালীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র তওফিক বকস লিপন
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের শোক
দক্ষিণসুরমা সাহিত্য পরিষদের উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণসুরমা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তার মৃত্যুতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ একজন দক্ষ সংগঠক ও অভিভাবককে হারালো। যার অভাব সহজে পূরণ হবার নয়।

Developed by: