শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ —এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী

DSC_0226 copyসিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, সরকারের সুযোগ্য নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে বলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশকে অনুসরণ করতে চাচ্ছে। শুধু তাই নয়, ব্রিটেন এবং আমেরিকার রাজনীতিতে বাংলাদেশ তথা সিলেটের সন্তানরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। যুদ্ধকালীন এবং যুদ্ধবিধস্ত দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
দক্ষিণ সুরমার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বিদ্যালয়ে যুক্তরাজ্যের মৌলভ্যালি কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক এবং যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আমিনুল হক আহাদকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা বিশেষ অতিথি বিএমএ সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. শামীমুর রহমান এবং সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মৌলভ্যালি কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক এবং যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আমিনুল হক আহাদ।
এডভোকেট শামীম আহমদ ও মঈনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা রানী পালের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, ৪নং কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান আনা মিয়া, আব্দুল বাছিত ছোবা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, আক্তার হোসেন, আব্দুল কাদির সাদেক, শাহ আহমদুর রব, বেলাল আহমদ, নূরুল আলম বাবর, ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জারিফ আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যের মৌলভ্যালি কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক এবং যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আমিনুল হক আহাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের মৌলভ্যালি কাউন্সিলের মেয়র জাহাঙ্গীর হক বলেন, দেশের মানুষের সাথে নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি এর চেয়ে আনন্দের আর কিছু নেই। কাজের প্রতি আন্তরিকতা এবং দায়বদ্ধতা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। সদইচ্ছা থাকলে সমাজের কল্যাণ সাধন করা সম্ভব।
যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আমিনুল হক আহাদ বলেন, এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসে থেকেও মনটা কাঁদে। আমরাও চেষ্টা করি সবসময় এলাকার মানুষদের সুখে-দু:খে পাশে থাকতে। একটি সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীরা ভূমিকা রাখছেন।

Developed by: