সোহেনা সিভিল ইঞ্জিনিয়ার হতে চায়

এবারের এসএসসি পরীক্ষায় হাজী রাশীদ আল হাই স্কুল থেকে টেকনিক্যাল ট্রেডে অংশ গ্রহণ করে জিপিএ-এ প্লাস অর্জন করেছে কৃতি ছাত্রী সোহেনা আক্তার সিদ্দিকা। সে দক্ষিণ সুরমা উপজেলার কামালাবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামের সৌদী প্রবাসী সাদিকুর রহমান ও গৃহিনী নাজমা বেগমের চার ছেলে মেয়ের মধ্যে প্রথম সন্তান। সোহেনা আক্তার সিদ্দিকা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। এ ফলাফলের জন্য সে বাবা মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। তার প্রিয় শখ বই পড়া। সে সকলের দোয়া প্রার্থী।

Developed by: