শোক সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারস্থ তালিবপুর নিবাসী তরুণ সমাজসেবী এলাকার সুপরিচিত প্রিয়মুখ হাজী রেদুয়ান আহমদ রিদু ৯ জুন রবিবার ভোর ৫ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মরহুমের জানাজার নামাজ বিকাল ৫ টা ৩০ মিনিট তালিবপুর নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের ৪ ভাই ৫ বোন ও ৪ পুত্র সন্তান রেখে তিনি মারা গেছেন।

Developed by: