মাসিক বাসিয়া পত্রিকা ও বাসিয়া টোয়ান্টি ফোর ডটকমের ইংল্যান্ড প্রতিনিধি কবি, গীতিকার ও নাট্যকার এম মোসাইদ খান সংক্ষিপ্ত সফরে গত ২১ জুলাই দেশে এসেছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এম মোসাইদ খান ইংল্যান্ডের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িত। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ হলো তালপাতার ঘোড়া (ছড়াগ্রন্থ), ভুলের ঘণ্টা (ছড়াগ্রন্থ), কদম আলী লন্ডন ব্রিজ (ছড়াগ্রন্থ), মিনতি (গীতিকাব্য), আয়না বিভ্রম (কাব্যগ্রন্থ), হাড়ের মিছিল (কাব্যগ্রন্থ), জলের পেরেক (কাব্যগ্রন্থ), পঙ্ক্তি স্বজন (যৌথ কাব্যগ্রন্থ), প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা (যৌথ কাব্যগ্রন্থ)।

