সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু মারা গেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাড়ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। মস্তিষ্কে রক্ষক্ষরণজনিত কারণে গত ১৩ জুলাই বারডেমে ভর্তি হন তিনি।
সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
মৃত্যকালে স্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা সুলতানা কামাল ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট নগরীর লামাবাজারের বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী পেশায় আইনজীবী।
সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালনকালী সুপ্রিয় চক্রবর্তী মৃত্যুর দিন পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিলেটের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। এছাড়া সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।
এদিকে সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুর মৃতুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
সূত্র: ঢাকাটাইমস

