আদিবা মাইসা প্রকৌশলী হতে চায়.

আদিবা মাইসা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ ইংলিশ ভার্সনে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পেয়ে উর্ত্তীণ হয়েছে.আদিবা মাইসার বাবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক আবু তালেব মুরাদ এবং মা সৈয়দা আফসানা মুক্তি.সে প্রকৌশলী হতে চায়. আদিবা ২০১৭ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে এসএসসি তে গোল্ডেন এ-প্লাস পাওয়ার গৌরব অর্জন করে. সে সকলের দোয়া প্রার্থী. সাংবাদিক আবু তালেব মুরাদের এক ছেলে এক মেয়ের মধ্যে ছেলে সিলেট মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে আইন ও বিচার বিভাগে অধ্যায়নরত.

Developed by: