মহানগর যুবলীগের নেতৃত্বে মুক্তি-মুশফিক পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মহানগর যুবলীগের সভাপতি হিসাবে আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক হিসেবে মুশফিক জায়গীরদার নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনের উদ্বোধন পর্ব শেষে রাত আটটার দিকে কবি নজরুল অডিটোরিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলররা গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন। গোপন ব্যালটে নির্বাচিত হন সভাপতি ও সম্পাদক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
মহানগর যুবলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আহ্বায়ক আলম খান মুক্তি, শান্ত দেব ও সুবেদার মুন্না। এদের মধ্যে শেষ মুহূর্তে সুবেদার মুন্না প্রার্থীতা প্রত্যাহার করেন।
সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন মুশফিক জায়গীরদার, রায়হান চৌধুরী, আব্দুল লতিফ রিপন ও কলিন্স সিংহ। কলিন্স সিংহ ভোটগ্রহণের আগে প্রার্থীতা প্রত্যাহার করেন। আলম খাঁন মুক্তি ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন সভাপতি। নিকটতম প্রার্থী- শান্ত দেব পান ৬৬।
সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী- আব্দুল লতিফ রিপন -৪১ ভোট ও রায়হান চৌধুরী পান ১৮ ভোট।
মুক্তি সদ্যবিলুপ্ত কমিটির আহ্বায়ক ও মুশফিক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ॥ সিলেট মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদারকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
এক অভিনন্দন বার্তায় তিনি নতুন নেতৃত্বদ্বয়কে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্বে সিলেট মহানগরে যুবলীগের কার্যক্রম আরো শক্তিশালী হবে। বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে তারা কাজ করে যাবেন বলে তিনি মন্তব্য করেন।

Developed by: