জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট শহরের ঐহিত্যবাহী শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে। বিকেলে মির্জাজাঙ্গালস্থ পাবলিক কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট-এর সভাকক্ষে ছড়াকার পরিতোষ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. সেলু বাসিত, বিশেষ অতিথি ছিলেন এড. অরূপ শ্যাম বাপ্পী, কবি পুলিন রায় ও শিক্ষক পংকজ কুমার রায়।
এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কনোজ চক্রবর্তী বুলবুল, দীন বন্ধু পাল, মাসুদা সিদ্দিকা রুহী, সংগটনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এস এম শিহাব, প্রচার সম্পাদক এমরান ফয়সল, অমিতা বর্ধন, চন্দ্র শেখর দেব, সংগ্রাম সিংহ, আল মামুন বাবলু, সন্ধীপ দেব, রজত রায় এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসরের সাধারণ সম্পাদক কবি ধ্রæব গৌতম। উক্ত শোক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং সম্প্রতি প্রয়াত সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব আ ফ ম কামাল, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙ্গালী রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক ও সাবেক ক্রিকেটার জনাব জুবায়ের হাসান এর বিদেহী আত্মার স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।