আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। ডেঙ্গু নিয়ে গুজব পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাই কেবল আমাদেরকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে পারে।
তিনি গতকাল শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর পক্ষ থেকে ডেঙ্গু রোগ বিষয়ে গণসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এ কারণে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীরাও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট রয়েছেন। তাই প্রত্যেককেই নিজ নিজ বসতবাড়ির চত্বর এবং আশপাশ এলাকা পরিচ্ছন্ন করতে হবে। পাশাপাশি মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে, যাতে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার না ঘটে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জুনেদ আহমদ শওকত, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুর নুর, মুফতি আবেদ, ফয়সল আহমদ, রোমান আহমদ, শাহেদ আহমদ শাবলু, শহীদুল হক রিংকু, মাহবুল হক শাহীন প্রমুখ।

