ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার বিজনেস এডভাইজারি কমিটি গঠনপীর ইকবাল সভাপতি নওয়াব আলী সম্পাদক

ইউরোপ ফেরত নাগরিকদের সেবা দিতে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার আওতায় বিজনেস এডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার তেলীবাজারস্থ ব্র্যাক অফিসে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম আয়োজিত এক সভায় লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সভাপতি ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীকে সাধারণ সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যবসায়ী প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিনিধি আব্দুল হান্নান, বিদেশ প্রেরত প্রতিনিধি ইস্তাকুল ইসলাম, বণিক সমিতির প্রতিনিধি বাবুল আহমদ, আরএসসি সিলেটের ডিএম কায়সার আহমেদ।
সিলেট ব্র্যাক আরএসসি মাইগ্রেশন ম্যানেজার শুভাশিষ দেবনাথ ও বিশ্বনাথ ব্র্যাক ফিল্ড অর্গানাইজার আনহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার আফতারুন বেগম, মহিলা মেম্বার মালেকা বেগম, ফটো সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, আবু বক্কর, বাবুল মিয়া, শাহ আকলাছ আলী, মেম্বার শরীফ আহমদ প্রমুখ।
উলে­খ্য, ইউরোপীয় ইউনিয়নভূক্ত ২৭টি দেশ থেকে ইউরোপ ফেরত অভিবাসীদের নিয়ে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম। এ ফোরাম ইউরোপ ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও আর্থিক সহযোগিতা করে আসছে। ২০১৫ সাল থেকে ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্তদের মানসিক, সামাজিক সমস্যার সমাধান ও আর্থিক সচ্ছলতার জন্য ফোরামের সাথে যোগাযোগ করতে পারেন।

Developed by: