আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরভুক্ত জাতীয় গ্রন্থাগারে ২০১৮-২০১৯ সালে প্রকাশিত নতুন ও সৃজনশীল প্রকাশনা কপিরাইট আইনে সম্পূর্ণ বিনামূল্যে ও নিজখরচে জমাদানের বিধান রয়েছে। এ প্রেক্ষিতে সৃজনশীল ও নতুন প্রকাশনার আইএসবিএন গ্রহণে সচেতনতা বৃদ্ধি, লেখক ও প্রকাশকদের জাতীয় গ্রন্থপঞ্জি বিনামূল্য বিতরণ এবং স্পটে পুস্তক জমাগ্রহণের উদ্দেশ্যে চীফ বিবলিওগ্রাফার মো. জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম এখন সিলেটে অবস্থান করছে।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উক্ত টিমকে নতুন প্রকাশনা জমাদানে এবং আইএসবিএন বিষয়ে মতবিনিময়ে সার্বিক সহযোগিতার জন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী/প্রকাশক/লেখক/গ্রন্থাগারিক/শুভানুধ্যায়ী সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।